গানের নাম:
লোকজন কমে গেছে
এই গানটি সম্পর্কে:
শিল্পীঃ এলআরবি
অ্যালবামঃ ধুন
সুরকারঃ আইয়ুব বাচ্চু
গীতিকারঃ আইয়ুব বাচ্চু ও বাপ্পি খান
বছরঃ ১৯৯৭
বিভাগঃ ব্যান্ড
Song Lyric:
বাপ মরা অসহায় একটি ছেলে,
ঘরকুনো স্বভাবের পড়ুয়া সে যে।
খোঁজ নেই এলাকার দুর্ঘটনায়,
থমথমে চারিদিক সন্ধাবেলায়।
দলাদলি- রেষারেষি ফলাফল খুন
এলাকায় এলোমেলো সবার জীবন।
লোকজন কমে গেছে রাস্তাঘাটে
ধরাধরি চলছে সমান তালে ।
স্বপ্নটা ভেঙ্গে গেলো সেই ছেলের,
নিরপরাধ হয়েও অপরাধী হয়েছে।
সবাই জানে ফিরে আসবে একদিন
টকটকে লাল চোখ জোড়া ক্ষোভ নিয়ে।
দলাদলি রেষারেষি আবার শুরু হবে,
আবারও শান্ত কোন ছেলে চলে যাবে জেলে।
লোকজন কমে গেছে রাস্তাঘাটে
ধরাধরি চলছে সমান তালে ।
প্রতীক্ষায় বসে আছে তার মা,
ছেলের ফেরার পথে তাকিয়ে থাকা।
হঠাৎ বুকেতে জাগে ভীষণ ব্যথা,
অশুভ চিন্তা মনে হৃদয় কাদায়।
ব্যাকুল মায়ের মন মানেনা বারণ
কোথায় হারিয়েছে তার আপনজন।
লোকজন কমে গেছে (lokjon kome geche by ayub bacchu) আয়ূব বাচ্চু
Reviewed by OrderTech_faysal
on
11/05/2020
Rating:
No comments: