গানের নাম:
ফেরারী এই মনটা আমার
এই গানটি সম্পর্কে:
শিল্পীঃ আইয়ূব বাচ্চু
অ্যালবামঃ ফেরারী মন
সুরকারঃ পাওয়া যায় নি
গীতিকারঃ পাওয়া যায় নি
বছরঃ পাওয়া যায় নি
বিভাগঃ ব্যান্ড
Song lyrics:
ফেরারী এই মনটা আমার
মানে না কোনো বাঁধা
তোমাকে পাবারই আশায়
ফিরে আসে বারেবার ।।
কখনো ভাবিনি আমি
ব্যথা দিয়ে তুমি চলে যাবে
কি জানি কি ভুল ছিল আমার
আমাকে কেন গেলে কাঁদিয়ে
তাই আমি ফিরে আসি বারেবার
ফেরারী এই মনটা আমার
মানে না কোনো বাঁধা
তোমাকে পাবারই আশায়
ফিরে আসে বারেবার ।।
যে পথে হারিয়েছি তোমায়
সেই পথে খুঁজে আমি যাব
অভিমান করে থেকো না
অপবাদ দিয়ে যেও না
তাই আমি ফিরে আসি বারেবার
ফেরারী এই মনটা আমার
মানে না কোনো বাঁধা
তোমাকে পাবারই আশায়
ফিরে আসে বারেবার ।।
ফেরারী এই মনটা আমার (ferari ei monta amar by ayub bacchu) আয়ূব বাচ্চু
Reviewed by OrderTech_faysal
on
11/05/2020
Rating:
No comments: