ওয়েবসাইটের নাম

banglalyricstop.blogspot.com

হারাগাছের নুরজাহান (haragacher nurjahan by james) জেমস।

গানের নাম:

হারাগাছের নুরজাহান


এই গানটি সম্পর্কে:

শিল্পীঃ জেমস (ফিলিংস)
অ্যালবামঃ নগর বাউল
সুরকারঃ জেমস
গীতিকারঃ দেহলভী
বছরঃ ১৯৯৬
বিভাগঃ ব্যান্ড


Song Lyric:


আঁকাবাঁকা মেঠো পথ ধরে
হেলে দুলে যায় কলসি কাখে
পলি জমা তার পাললিক মন
হারাগাছের নুরজাহান গাঙের জলে করে সেনান

টোলপড়া গাল ভিরু দুনয়ন
পলি জমা তার পাললিক মন
আঁকাবাঁকা মেঠো পথ ধরে
হেলে দুলে যায় কলসি কাখে

মায়ের দুলালী মেয়ে নকশী কাথায় বোনে
টোলপড়া গাল ভিরু দুনয়ন
হারাগাছের নুরজাহান গাঙের জলে করে সেনান
বুনে চলে…

রাখালি বাসির সুরে উদাসী দুপুরে
হারাগাছের নুরজাহান…
প্রেমের কাব্য লেখে সূচ সুতায়
রোজ রাতে বধূ সাঝে রাখালি বাসির সুরে
বাসির সুরে…

আঁকাবাঁকা মেঠো পথ ধরে
এলোকেশে সারাগাঁও ছোটাছুটি করে
দুনিয়া দেখে রুপ নয়ন ভরে
লজ্জার আড়ালে সে শরির লুকায়
নয়ন ভরে..

আঁচলের যৌবন উঠানে শুঁকায়
হেলে দুলে যায় কলসি কাখে
উঠানে শুঁকায়…

হারাগাছের নুরজাহান গাঙের জলে করে সেনান…
পলি জমা তার পাললিক মন
টোলপড়া গাল ভিরু দুনয়ন
হারাগাছের নুরজাহান গাঙের জলে করে সেনান
হারাগাছের নুরজাহান গাঙের জলে করে সেনান
হারাগাছের নুরজাহান গাঙের জলে করে সেনান
হারাগাছের নুরজাহান…
হারাগাছের নুরজাহান (haragacher nurjahan by james) জেমস। হারাগাছের নুরজাহান (haragacher nurjahan by james) জেমস। Reviewed by OrderTech_faysal on 10/04/2020 Rating: 5

No comments:

Theme images by Flashworks. Powered by Blogger.