গানের নাম:
পাখি উড়ে যা
এই গানটি সম্পর্কে:
শিল্পীঃ জেমস
অ্যালবামঃ ঠিক আছে বন্ধু
সুরকারঃ জেমস
গীতিকারঃ লোকনাথ
বছরঃ ১৯৯৯
বিভাগঃ ব্যান্ড
Song Lyric:
দিনের শেষে নীড়ের টানে
মন যদি কাঁদে
মন যদি কাঁদে
দিনের শেষে নীড়ের টানে
তবে খুলে দাও
খুলে দাও খাঁচা
পাখি উড়ে যা যারে…
পাখি উড়ে যা…।।
তবে খুলে দাও
খুলে দাও খাঁচা
মুক্ত ডানায় যেখানে খুশি
যেতে যদি চাও
তবে খুলে দাও
মুক্ত ডানায় যেখানে খুশি
যেতে যদি চাও
খুলে দাও খাঁচা
পাখি উড়ে যা যারে…
পাখি উড়ে যা…।।
গাছের শাখায়
সীমানা ডিঙিয়ে আকাশে আকাশে
পাতার ফাঁকে
কুহু কুহু সুরে
গান গেয়ে যাও
মেঘের দেশে
মেঘ ছুঁয়ে যাও… খুলে দাও….
খুলে দাও খাঁচা
প্রেম যদি চাও
তবে খুলে দাও
খুলে দাও খাঁচা
পাখি উড়ে যা যারে… পাখি উড়ে যা..
মাঘের শেষে ফাগুন মাসে
প্রেমের বাতাসে
শিকারি শোন শিকার ভুলে
জীবন বাঁচাও
শুধু খুলে দাও… খুলে দাও…
দিনের শেষে নীড়ের টানে
খুলে দাও খাঁচা
তবে খুলে দাও
পাখি উড়ে যা যারে… পাখি উড়ে যা…।
খুলে দাও খাঁচা
মন যদি কাঁদে
দিনের শেষে নীড়ের টানে
মন যদি কাঁদে
খুলে দাও খাঁচা
তবে খুলে দাও
পাখি উড়ে যা…
তবে খুলে দাও
খুলে দাও খাঁচা
পাখি উড়ে যা যারে…
পাখি উড়ে যা…।।।
যা যা পাখি উড়ে…
যা যা পাখি উড়ে… উড়ে…
উড়ে উড়ে… দূরে দূরে…
উড়ে… যা রে যা…।
উড়ে উড়ে… যা রে যা…
পাখি উড়ে যা (pakhi ure ja by james) জেমস
Reviewed by OrderTech_faysal
on
10/05/2020
Rating:

No comments: