গানের নাম:
নীল বেদনা
এই গানটি সম্পর্কে:
শিল্পীঃ এলআরবি
অ্যালবামঃ সপ্ন
সুরকারঃ পাওয়া যায় নি
গীতিকারঃ লতিফুল ইসলাম শিবলী
বছরঃ ১৯৯৬
বিভাগঃ ব্যান্ড
Song Lyric:
রাত ঘুম নেই আমার চোখে
জেগে আছি এই চন্দ্রালোকে
নীল জোছনায় তুমি কোথায়
বুক ভরা শুধু দুখেরই ক্ষত
বাউলের একতারার মত
এই আমাকে শুধু কাঁদায়
নীল বেদনা ঘিরে রয়েছে আমায়
দূর অতিতের দুঃখ ডাকে আমায়
তুমি এ রাতে কোন সুদূরে
মন তাই মেতে অচেনা সুরে
চেনা আমাকে নিয়ে কাছে
তুমি যেন এক নদীর মত
বলছ আমায় ডেকে কত
আমি তোমাকে ভালবাসি
তবু কেন যে ধুসর এই পৃথিবী আমার
বোবা অশ্রুতে নোনা হয়ে যায় চেতনা
একাকী একজন এই আমি
স্বপ্নের যত ক্লান্তি আমার
আপন করে বুকে জড়ায়
ক্লান্ত রাজপথ ঘুমাল যখন
তুমিও আমার কবিতা তখন
ধীরে ধীরে জেগে ওঠো।।
নীল বেদনা (nil bedona by ayub bacchu) আয়ূব বাচ্চু
Reviewed by OrderTech_faysal
on
11/05/2020
Rating:
No comments: