গানের নাম:
মুখরিত জীবনের চলার বাঁকে
এই গানটি সম্পর্কে:
শিল্পীঃ সোলস
অ্যালবামঃ সুপার সোলস
সুরকারঃ পাওয়া যায় নি
গীতিকারঃ পাওয়া যায় নি
Song Lyric:
এই মুখরিত জীবনের চলার বাঁকে
অজানা হাজার কত কাজের ভিড়ে
ছোট্টবেলার শত রঙ করা মুখ
সুর তোলে আজও এই মনকে ঘিরে।
ঝিনুক শামুকে ভরা বালুচরে
ঢেউয়ের সাথে নেচেছি
রঙ্গিন স্বপ্নে গাঁথা স্মৃতির মালা
সৈকতে ফেলে এসেছি।
ওরে ছুটে চল সেই সাগর তীরে
ওরে খুঁজে নেই চল, ফেলে আসা মুক্ত হীরে।
এই মুখরিত জীবনের চলার বাঁকে…।।
রাত্রিতে জোছনায় দাওয়ায় বসে
মজার গল্প কত শুনেছি,
ডুলো ডুলো আঁখিতে আবির মেখে
স্বপ্নের জাল বুনেছি।
ওরে সেইতো ভালো চোখ দুটো বুঝেছিলে
ওরে সেইতো ভালো সবকিছু ভুলেছিলে।
এই মুখরিত জীবনের চলার বাঁকে…।।
মুখরিত জীবনের চলার বাঁকে (mukhorito jiboner cholar bake by souls) সোলস-bangla lyrics top
Reviewed by OrderTech_faysal
on
11/08/2020
Rating:
No comments: