গানের নাম :
বড় বাবু মাষ্টার
এই গানটি সম্পর্কে:
শিল্পীঃ আইয়ূব বাচ্চু
অ্যালবামঃ সময়
সুরকারঃ পাওয়া যায় নি
গীতিকারঃ লতিফুল ইসলাম শিবলী
বছরঃ ১৯৯৯
বিভাগঃ ব্যান্ড
Song Lyric:
ট্রেন আসে চলে যায় ট্রেন
কোলাহল থেমে গেলে
তিনি বসে ভাবেন
ভেঙ্গে পড়া শরীরে শীর্ণ আঙ্গুলে
গুনে গুনে বয়সের হিসেব রাখেন
জীবনের শেষ ট্রেন তাকে নিয়ে যেতে
কত বাকি আর
মধুপুর স্টেশনের সবার প্রিয়
বড় বাবু মাষ্টার।।
স্টেশনের ঝোলানো ঘণ্টা থেকে
ঢং ঢং যখন বাজে
ইদানিং তিনি বড় চমকে উঠেন
জীবনের এই ক্লান্ত সাঁজে
জীবনের শেষ ট্রেন তাকে নিয়ে যেতে
কত বাকি আর
মধুপুর স্টেশনের সবার প্রিয়
বড় বাবু মাষ্টার,
বড় বাবু মাষ্টার কত নিশুতি রাতে শুন্য প্লাটফর্মে নিঃসঙ্গ করে সৃতিচারণ
বহুদূরে জ্বলে থাকা সিগন্যাল বাতি
তার হৃদয়ে তোলে আলোড়ন
জীবনের শেষ ট্রেন তাকে নিয়ে যেতে
কত বাকি আর
মধুপুর স্টেশনের সবার প্রিয়
বড় বাবু মাষ্টার।।
বড় বাবু মাষ্টার (boro babu mastar by ayub baccu) আইয়ূব বাচ্চু
Reviewed by OrderTech_faysal
on
11/04/2020
Rating:
No comments: