ওয়েবসাইটের নাম

banglalyricstop.blogspot.com

আমায় এত রাতে ক্যানে ডাক (amay ato raate kene dak dili) | bangla folk song lyrics

গানের নাম:

আমায় এত রাতে ক্যানে ডাক দিলি

এই গানটি সম্পর্কে:

শিল্পীঃ আলমগীর
অ্যালবামঃ পাওয়া যায় নি
সুরকারঃ পল্লীকবি জসিম উদ্দিন
গীতিকারঃ পল্লীকবি জসিম উদ্দিন
বছরঃ পাওয়া যায় নি
বিভাগঃ পল্লীগীতি

Song Lyric:

আমায় এত রাতে ক্যানে ডাক দিলি,
প্রাণ কোকিলা রে....
আমায় এত রাতে ক্যানে ডাক দিলি ।।

নিভা ছিল মনের আগুন জ্বালাইয়া গেলি...
প্রাণ কোকিলা রে
আমায় এত রাতে ক্যানে ডাক দিলি…

আম ধরে থোকা থোকা তেতুল ধরে ব্যাকা…হায়রে তেতুল ধরে ব্যাকা..
আমার আসবে বলে শ্যাম কালাচাঁন,
নাহি দিল দেখা...
প্রাণ কোকিলা রে,
আমায় এত রাতে ক্যানে ডাক দিলি……

আমার শিয়রে শাশুড়ী ঘুমায় জলন্ত নাগিনী… হায়রে জলন্ত নাগিনী ।।
আমার পৈঠানে ননদী শুয়ে দুরন্ত ডাকিনী..
প্রাণ কোকিলা রে
আমায় এত রাতে ক্যানে ডাক দিলি…

আম গাছে আম ধরে জাম গাছে জাম……
হায়রে জাম গাছে জাম ।।

আমি পন্থের দিকে চাইয়া থাকি..,
আসেনি মোর শ্যাম,
প্রাণ কোকিলা রে...

আমায় এত রাতে ক্যানে ডাক দিলি..
প্রাণ কোকিলা রে..
প্রাণ কোকিলা রে,

বন্ধুর বাড়ী আমার বাড়ী মইধ্যে জলের বেড়া ওরে হাত বাড়াইয়া দিছে পাঢ
কপাল দেখি পোড়া...
প্রাণ কোকিলা রে,
আমায় এত রাতে ক্যানে ডাক দিলি...
প্রাণ কোকিলা রে...
আমায় এত রাতে ক্যানে ডাক দিলি
আমায় এত রাতে ক্যানে ডাক (amay ato raate kene dak dili) | bangla folk song lyrics আমায় এত রাতে ক্যানে ডাক (amay ato raate kene dak dili) | bangla folk song lyrics Reviewed by OrderTech_faysal on 11/19/2020 Rating: 5

No comments:

Theme images by Flashworks. Powered by Blogger.