ওয়েবসাইটের নাম

banglalyricstop.blogspot.com

30+ ayub bacchu song (with video)|bangla old song|ভিডিও সহ ৩০+ আয়ুব বাচ্চু এর গান সমূহ-bangla lyrics top

30+ ayub bacchu song (with video)|bangla old song|ভিডিও সহ ৩০+ আয়ুব বাচ্চু এর গান সমূহ

meta tag: 30+ ayub bacchu's song lyrics with video-bangla old song-আয়ুব বাচ্চুর ৩০ এর অধিক গানের ভিডিও ও লিরিক্স গুলো:
1.পেনশন,
2.কষ্ট কাকে বলে,
3. জন্মহীন নক্ষত্র,
4.আহা জীবন,
35.সে তাঁরা ভরা রাতে,
আরও…

1.গানের নাম: পেনশন:-

অফিসের দ্বারে দ্বারে দিন প্রতিদিন
মেলেনা তো পেনশন চলে যায় দিন....


2.গানের নাম:উড়াল দেবো আকাশে:-

অভিলাষী আমি অভিমানী তুমি
হাজারো স্বপ্ন নিয়ে সবকিছু ভুলে গিয়ে...

3.গানের নাম:জন্মহীন নক্ষত্র:-

আজো মাঝরাতে নিয়নের আলোতে এক অপরিচিত যুবক বুকভরা অভিমান নিয়ে...

4.গানের নাম:কষ্ট কাকে বলে:-

আমার একটা নির্ঘুম রাত
তোমার হাতে তুলে দিলেই...

5.গানের নাম:আহা জীবন:-

আমি তোমার দুরে থাকি কাছে আসব বলে আমি তোমার কাছে আসি না দুরে যেতে হবে...

6.গানের নাম:আমি বারোমাস তোমায় ভালোবাসি

আমি বারোমাস তোমায় ভালোবাসি
তুমি সুযোগ পাইলে বন্ধু বাসিও....

7.গানের নাম:মানুষ বড় একা

এই কোলাহল এই লোকালয়
এত প্রিয়জন কেউ কারো নয়...

8.গানের নাম:এই রুপালী গিটার

এই রুপালি গিটার ফেলে
একদিন চলে যাব দুরে, বহুদূরে....

9.গানের নাম:তিন পুরুষ

এক পুরুষে গড়ে ধন
এক পুরুষে খায়
আর এক পুরুষ এসে দেখে....

10.গানের নাম:ঘর

একচালা টিনের ঘর
এই আপন এই পর....

11.গানের নাম:ঘুম ভাঙ্গা শহরে

একদিন ঘুম ভাঙ্গা শহরে
মায়াবি সন্ধ্যায়....

12.গানের নাম:এখন অনেক রাত

এখন অনেক রাত
খোলা আকাশের নিচে....

13.গানের নাম:মা

ঐ দূর আকাশের তাঁরারে
বলে দেনা কোনটা আমার মা....

14.গানের নাম:ও দুনিয়ার মানুষ

ও দুনিয়ার মানুষ ও ভাই
আল্লাহ’র নাম লও সময় নাই....

15.গানের নাম:কি করে ভাবলে তুমি

কি করে বললে তুমি
তোমাকে হঠাত করে ভুলে যেতে,....

16.গানের নাম:কি জানি কি এক দিন ছিল

কি জানি কি এক দিন ছিল
ঘাসের দোলায় দুলছিল....

17.গানের নাম:কোন অভিযোগ

কোন অভিযোগ নেই যে আমার
কোন অভিমান নেই এখন....

18.গানের নাম:আমি কষ্ট পেতে ভালোবাসি

কোনো সুখের ছোঁয়া পেতে নয়
নয় কোনো নতুন জীবনের খোঁজে....

19.গানের নাম:সুখী ছেলে

ঘর ছাড়া এক সুখী ছেলে
আন্ মনে আজ এই ক্ষণে....

20.গানের নাম:ঘুমন্ত শহরে

ঘুমন্ত শহরে রূপালী রাতে
স্বপ্নের নীল চাদর বিছিয়ে....

21.গানের নাম:মাধবী

চোখে সানগ্লাস
ঠোঁটে হাসি বাঁকা হাসি...

22.গানের নাম:জীবনানন্দের কবিতা

জীবনানন্দের কবিতা উপমায় একটু মিথ্যে নেই পৃথিবীকে তোমারই জন্যে ছাড়তে কোন আপত্তি নেই....

23.গানের নাম:সাড়ে তিন হাত মাটি

টাকা কড়ি ধন সম্পত্তি
অনেক অনেক বাড়ী গাড়ি....

24.গানের নাম:বড় বাবু মাষ্টার

ট্রেন আসে চলে যায় ট্রেন
কোলাহল থেমে গেলে....

25.গানের নাম:কার কাছে যাবো

নিস্তব্ধ এই নাগরিক লোকালয়ে
জীবনের কাছ থেকে সবটুকু পরাজয়
মেনে নিয়ে....

26.গানের নাম:ফেরারী এই মনটা আমার

ফেরারী এই মনটা আমার
মানে না কোনো বাঁধা....

27.গানের নাম:লোকজন কমে গেছে

বাপ মরা অসহায় একটি ছেলে,
ঘরকুনো স্বভাবের পড়ুয়া সে যে....

28.গানের নাম:চাঁদ মামা

মধ্য রাতে মাথার উপর
চাঁদ টাকে একা পাই....

29.গানের নাম:মেয়ে

মেয়ে তুমি কি দুঃখ চেনো, চেনো না
মেয়ে তুমি কি আকাশ চেনো, চেনো না....

30.গানের নাম:আমিও মানুষ

যদি ভুল করে তোমাকে চাই
বলো আমার কি দোষ....

31.গানের নাম:শেষ দেখা

যে তুমি কথা রাখ নি
কি লাভ এতদিন পর এই আমার কাছে এসে....

32.গানের নাম:নীল বেদনা

রাত ঘুম নেই আমার চোখে
জেগে আছি এই চন্দ্রালোকে....

33.গানের নাম:এক কাপ চা

শয্যায় এলোমেলো জেগে ওঠা প্রভা
ক্লান্তির গুঞ্জনে, এক কাপ চা,....


34. গানের নাম:সুখেরই পৃথিবী সুখেরই অভিনয়


35. গানের নাম:সে তাঁরা ভরা রাতে

সে তাঁরা ভরা রাতে আমি পারিনি বোঝাতে... 

30+ ayub bacchu song (with video)|bangla old song|ভিডিও সহ ৩০+ আয়ুব বাচ্চু এর গান সমূহ-bangla lyrics top 30+ ayub bacchu song (with video)|bangla old song|ভিডিও সহ ৩০+ আয়ুব বাচ্চু এর গান সমূহ-bangla lyrics top Reviewed by OrderTech_faysal on 11/05/2020 Rating: 5

No comments:

Theme images by Flashworks. Powered by Blogger.