গানের নাম:
পেশাদার খুনি
এই গানটি সম্পর্কে:
শিল্পীঃ জেমস (ফিলিংস)
অ্যালবামঃ জেল থেকে বলছি
সুরকারঃ জেমস
গীতিকারঃ লতিফুল ইসলাম শিবলী
বছরঃ ১৯৯০
বিভাগঃ ব্যান্ড
Song Lyric:
আঁধারের বুক চিরে আততায়ীঅশুভ ছায়ার মত নেমে আসে জনপদেনেই অভিবেক্তি চোখে মুখেহাজার লোকের ভিড়ে সেরক্ত হিম করা সাহস বুকে জেগে আছেঅতিসাধারন এক ব্যক্তি জেগে থাকেশীত শীত নিস্পাপ চোখটাসিগারেটে দম দিয়ে টান টান পেশিতেপেশাদার খুনী সেই লোকটাপেশাদার খুনীটা…।সুখে সুখে টার্গেট খুঁজে নেয় সেরাতের আঁধারে আততায়ী হয়েরাতের আঁধারে আততায়ী হয়েআঘাতের জায়গাটা বুঝে নেয় সেভয় পাওয়া মানুষের শুনে শেষ চিৎকার নিথর পাথরআঘাতের জায়গাটা বুঝে নেয় সেভয় পাওয়া মানুষের শুনে শেষ চিৎকার নিথর পাথরতবু টলেনি…নিস্পাপ চোখের ঐ কপাল পোড়াঅমানুষীক বিভিষিকা খবরের পাতা জুড়ে (২)শীতল চোখের সেই কপাল পোড়াসর্বনাশা সেই খুনীটা…।সিগারেটে দম দিয়ে টান টান পেশিতেসুখে সুখে টার্গেট খুঁজে নেয় সেকিনে নেয়া মৃত্যু ছিনে আনেবাম হাতে টাকা পেলে ডানহাতেকিনে নেয়া মৃত্যু ছিনে আনেপ্রয়োজনে লোকটা হঠাৎ হয়ে যায়হিংস্র সর্বনাশাবাম হাতে টাকা পেলে ডানহাতেপ্রয়োজনে লোকটা হঠাৎ হয়ে যায় হিংস্র সর্বনাশাঅমানুষীক বিভিষিকা খবরের পাতা জুড়ে (২)নিস্পাপ চোখের ঐ কপাল পোড়াশীতল চোখের সেই কপাল পোড়াহাজার লোকের ভিড়ে সেসর্বনাশাসেই খুনীটা…।আঁধারের বুক চিরে আততায়ীঅশুভ ছায়ার মত নেমে আসে জনপদেনেই অভিবেক্তি চোখে মুখেরক্ত হিম করা সাহস বুকে জেগে আছেঅতিসাধারন এক ব্যক্তি জেগে থাকেশীত শীত নিস্পাপ চোখটাপেশাদার খুনীটা…।পেশাদার খুনী সেই লোকটা
পেশাদার খুনি (peshadar khuni by james) জেমস
Reviewed by OrderTech_faysal
on
10/18/2020
Rating:
No comments: