গানের নাম:
কোন অভিযোগ
এই গানটি সম্পর্কে:
শিল্পীঃ আইয়ূব বাচ্চু
অ্যালবামঃ পাওয়া যায় নি
সুরকারঃ এলআরবি
গীতিকারঃ এলআরবি
বছরঃ পাওয়া যায় নি
বিভাগঃ ব্যান্ড
Song Lyric:
কোন অভিযোগ নেই যে আমার
কোন অভিমান নেই এখন
নেই কোন আজ প্রশ্ন বুকে
কোন চাওয়া পাওয়া নেই আমার
হলো না তোমাকে কাছে পাওয়ার
না তুমি জানো না সঙ্গী আজ বেদনা
কিছু বলো না আমায়
তুমি ছাড়া আমি একাকী হায়
কি যে যন্ত্রণা আমার
এভাবে কি বেঁচে থাকা যায়
নিভীর প্রেমের নীরব স্মৃতি
শিশির ঘাসে কাঁদে
তুমি দেখলে না যে, দুঃখ তার
কিছু বলো না আমায়
তুমি ছাড়া আমি একাকী হায়
কি যে যন্ত্রণা আমার
এভাবে কি বেঁচে থাকা যায়
বিষাদ মেঘে হৃদয় আকাশ
আবীর হীনা শোকে
তুমি জানলে না আমার কি ব্যথা
কিছু বলো না আমায়
তুমি ছাড়া আমি একাকী হায়
কি যে যন্ত্রণা আমার
এভাবে কি বেঁচে থাকা যায়।
কোন অভিযোগ (kono obhijog by ayub bacchu) আইয়ূব বাচ্চু
Reviewed by OrderTech_faysal
on
10/24/2020
Rating:
No comments: