গানের নাম:
ঘুমন্ত শহরে
এই গানটি সম্পর্কে:
শিল্পীঃ এলআরবি
অ্যালবামঃ পাওয়া যায় নি
সুরকারঃ পাওয়া যায় নি
গীতিকারঃ পাওয়া যায় নি
বছরঃ পাওয়া যায় নি
বিভাগঃ ব্যান্ড
bangla Song Lyric:
ঘুমন্ত শহরে রূপালী রাতে
স্বপ্নের নীল চাদর বিছিয়ে
কষ্টের শীতল আবরণ জড়িয়ে
আমি আছি আছি তোমার স্মৃতিতে
ভালোবাসার সরল বাঁধন ছিঁড়ে
চলে গেছ এই হৃদয়টাকে ভেঙে
তুমি আমি একই শহরে
তবুও একাকী ভিন্ন গ্রহে।
মনে পড়ে সেই নিয়ন জ্বলা রাতে
অনন্ত প্রেম দিয়েছি উজার করে
নিঃসঙ্গ নিশি পথিক পেছনে ফেলে
পথে হেঁটেছি বাঁধা দুটি হাতে
দূর আঁধারের ভালোবাসায় হারাতে
ছুটেছিলাম সেই রূপালী রাতে।
এই রাতে সব প্রেম হারিয়েছি অকারণে
নিশি ব্যস্ত মানুষ হয়েছি কেমনে
সমুদ্র কোলাহলের মনে অবিরাম ক্ষণে
নগরের যত বিষাদ আমাকে ভর করে
দরজার চৌকাঠকে পিঁড়ি বানিয়ে
বিনিদ্র জেগে আছি এই রূপালী রাতে।
ঘুমন্ত শহরে (ghumonto shohore by ayub bacchu)-আয়ূব বাচ্চু
Reviewed by OrderTech_faysal
on
10/24/2020
Rating:
No comments: