গানের নাম:
বায়োস্কোপ (by james)
এই গানটি সম্পর্কে:
শিল্পীঃ জেমস (ফিলিংস)
অ্যালবামঃ লেইস ফিতা লেইস
বিভাগঃ ব্যান্ড
সুরকারঃ জেমস
গীতিকারঃ পাওয়া যায় নি
বছরঃ ১৯৯৮
Song Lyrics:
এই তারপরেতে দেখ ভালো
দালানকোঠা দেখা গেলো।
ঢাকা শহর চলে এলো
দালানকোঠা দেখা গেলো,
রঙবেরঙের মানুষ এলো…
বিজলী বাতি চলে এলো,
ঢাকা শহর চলে গেল।
কি চমৎকার দেখা গেলো।।
প্রেম সাগরে প্রেম ডুবুরি…
এই তারপরেতে দেখ ভালো,
লাইলি-মজনু চলে এলো
প্রেম সাগরে প্রেম ডুবুরি,
মন নগরে দীল বহরী
যায়রে স্মৃতি যায়রে বেলা।।
দু’জনার মন দুজন নিলো।
বাঙ্গুর গাছের ছায়ায় ছায়ায়
এই তারপরেতে দেখ ভালো
গাঁয়ের ঘাটে তরী এলো
বধুয়াজি নাইয়র গেলো
বধুয়াজি নাইয়র গেলো
বধুয়াজি নাইয়র গেলো,
সখা-সখী আলাপ দিলো,
রাখাল বাঁশির সুর হারালো।
কি চমৎকার দেখা গেলো
এই্ তারপরেতে দেখ ভালো গাঁয়ের
ঘাটে তরী এলো।
বায়োস্কোপ (bayoscope by james)। জেমস।
Reviewed by OrderTech_faysal
on
9/26/2020
Rating:

No comments: